Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মনোহরদী, নরসিংদী।

 

সিটিজেন চার্টার

 

Ø        বর্হিঃ বিভাগ সকাল ৮.৩০ হইতে বিকাল ২.৩০ পর্যমত্ম খোলা(সরকারি ছুটির দিন ছাড়া)

Ø        জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা (সরকারি ছুটি ও অন্যান্য ছুটির দিনে)

Ø        সরবরাহ স্বাপেক্ষে ঔষধ সমূহ বিনামূল্যে প্রদান করা হয়, তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হইতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হইতে পারে।

 

প্রদেয় অন্যান্য সেবা সমূহঃ

 

K.  বর্হিঃবিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

L.   ভর্তিরোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ করা।

M.                        চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে রক্ত, মল, মূত্র, কফ পরীক্ষ, ইসিজি এবং এক্স-রে করা হয়।

N.  ডায়রিয়া রোগীদের জন্য ও.আর.টি কর্নারসহ ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান।

O.  দিবা রাত্রি ২৪ ঘন্টা জরুরী বিভাগ প্রসূতি সেবা (ডেলিভারী) প্রদান।

P.   বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সাধারণ ও মেজর অপারেশন সেবা প্রদান।

Q.  মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সরাসরি ত্তত্বাবধানে (ডসট) যক্ষ্মা রোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান।

R.   ০-১ বছর বয়সী সকল শিশুদের ডিপথেরিয়া, হুপিংকাশী, ধনুষ্টংকার, হাম, পোলিও, যক্ষ্মা ও হেপাটাইটিস রোগের প্রতিষেধক টীকা প্রদান।

S.   ০-৫বছর বয়সী সকল শিশুদের আইএমসিআই কর্নারে আলাদা ভাবে চিকিৎসা সেবা প্রদান।

T.   ১৫-৪৫ বছর বয়সী মহিলাদের সিডিউল মোতাবেক ০৫(পাঁচ) ডোজ টিটি (ধনুষ্টংকার) টীকা প্রদান।

U.  হাসপাতালে আগত রোগী ও রোগীর সংঙ্গীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষাদান।

V.   সক্ষম দম্পত্তিদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান ও পদ্ধতি নির্বাচনে সহায়তা প্রদান।

W.                        বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে রেফারকৃত রোগীদের অধিকতর গুরুত্বসহকারে সেবা প্রদান।

X.   প্রয়োজনবোধে উন্নত চিকিৎসার জন্য কোন কোন রোগীকে জেলা হাসপাতাল/অন্যান্য হাসপাতালে রেফার করা হয়।

Y.   ভর্তিযোগী রোগীদের অমত্মঃবিভাগে ভর্তি ও চিকিৎসা সেবা, সরকারী নীতিমালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস সকলের জন্য উন্মক্ত।